সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে ভ্রাম্যমান আদালত। একইসাথে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস এ আদেশ জারী করেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর মঙ্গলবার রাতে বিয়ের খবর শোনা যায়। বিষয়টি জানতে পেরে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা সাকিবুর রহমান প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করেন। এসময় সেখানে হাজির হলে কনে পক্ষ বিয়ে বন্ধ রাখে। পরে তারা তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার বিশ^াস বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন। একইসাথে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে আইন মোতাবেক ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। কিশোরীর পিতা এ সময় মুচলেকা প্রদান করে উক্ত আদেশ গ্রহন করেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, বাল্যবিবাহ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অত্র উপজেলায় বাল্যবিবাহের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও নিকাহ রেজিস্টারকে আইনের আওতায় আনা হবে।##















