আশাশুনির বড়দলে ভিটাবাড়ীর আমগাছ কাটা নিয়ে ভাই ভাবীর মারপিটে শরিফুল আহত

0
192

এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বড়দলে ভিটাবাড়ীর আমগাছ কাটানিয়ে বাঁধা দিলে ভাই ও ভাবীর বেপোরোয়া মারপিটে শরিফুল গুরুতর আহত হয়েছে। গতকাল বিকালে এ ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে। এ ব্যাপারে থানায় লিখিত এজাহার সুত্রে ও এলাকা ঘুরে আশাপাশের লোকজনের কথা বলে জানাগেছে গোয়ালডাঙ্গা গ্রামের মৃত রজব আলী সরদারের পুত্র একাধিক মাদকসহ বিভিন্ন মামলার আসামী শাহীনুর সরদার অন্যান্য ভাইদের কছিু না বলে ভিটা বাড়ীর ৩টি আম গাছ পাশ্ববর্তি এক ব্যক্তির কাছে গোপনে বিক্রয় করে দেয় । গোপনে বিক্রয় করে দেওয়া আম গাছ গুলি ক্রয়কৃত ব্যক্তি ভিটাবাড়ীতে উপস্থিত হয়ে আমগাছ গুলি কাটতে থাকে। তখন অপর ভাই শরিফুল ইসলাম ফুল ও তার স্ত্রী সালমা খাতুন গাছ কাটতে নিষেধ করে ও জানতে চায় তুমি এ আমগাছ কাটছো কেন এ কথা বলতে না বলতেই গাছ বিক্রয়কারী ভাই শাহীনুর সরদার তার স্ত্রী লিপিকা খাতুন, পুত্র রাজা সরদার হাতে ধারালো দা, রোহার রড শাবল সহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ীর ভিতর হইতে বের হয়ে তার ভাই ফুলকে বলে দাড়া গাছ কেন কেটে নিয়ে যাচ্ছে এর কৈফিয়াত দেব বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় ভাই শরিফুল ইসলাম প্রতিবাদ করায় তার উপর আক্রমন করায় এলোপাতাড়ীভাবে পিটিয়ে ও ধরালো দা দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার স্ত্রী সালমা খাতুন উদ্ধার করতে আসলে তাকেও মারপিট করে জখম করে। গুরুতর জখমী শরিফুল ইসলাম ফুল মাটিতে পড়ে ছটফট করতে থাকে। এ সময় তার স্ত্রী সালমা বেগম আমার স্বামীকে বাঁচাও বলে চিৎকার করতে থাকে তখন মারপিটকারী শাহীনুর সরদার পরনের কাপড় চোপড় টানিয়া খুলিয়া শ্লীলতাহানী ঘটায়। এ ছাড়া তার গলায় থাকা ৪০হাজার টাকা মূল্যের ৮আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে নেয়। আহত শরিফুল ইসলামকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী সালমা খাতুন স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহন করেছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মমিনুল ইসলাম পিপিএম বলেন আহত শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার দিয়েছে। এজাহারের ভিত্তিতে তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বলেন সামান্য একটি আমগাছ কাটা কেন্দ্র করে ভাই ভাই মারামারি করেছে বলে আমি শুনেছি। এ ব্যাপারে পুলিশ তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পেয়ে মামলা রেকর্ড করেছে। তবে আসামীদের গ্রেপ্তারের পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানাগেছে।
ক্যাপশান ঃ আশাশুনির বড়দলে আমগাছ কাটা নিয়ে ভাই ভাবীর মারপিটে আহত শরিফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here