বিশ^ বাংলা সাহিত্য ও সংস্কৃতির বাংলাদেশে যাত্রা শুরু

0
321

যশোর প্রতিনিধি : বাংলা ভাষা এবং সংস্কৃতি প্রসারে বাংলাদেশ ও ভারতে আত্মপ্রকাশ করলো বিশ^ বাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ। বিশিষ্ট সংগঠক ড. মোহম্মদ আবু তাহেরকে (সিলেট) সভাপতি ও বিশিষ্ট কবি কাজী নূরকে (যশোর) সাধারণ সম্পাদক করে সংসদের কেন্দ্রীয় (কলিকাতা) সভাপতি শ্রী রবীন পান্ডে স্বাক্ষরিত বাংলাদেশে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের ঘোষণা দেন।
১ নভেম্বর কলকাতায় নন্দনে জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম শুরু এবং ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়। একই সাথে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ কমিটির উপদেষ্টারা হলেন, অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল (ঢাকা), উমর ফারুক (ঢাকা), গোলাম মোস্তফা মুন্না (যশোর), মাহবুবুল আলম (মৌলভীবাজার) আজিজুর রহমান চৌধুরী (মৌলভীবাজার), পুলক সুত্রধর (নারায়ণগঞ্জ), ফারুক উদ্দিন আহমদ (যুক্তরাজ্য)
২৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি: সালাম মাহমুদ ( ঢাকা) বকশী ইকবাল আহমদ (মৌলভীবাজার), চৌধুরী ইসফাকুর রহমান কোরেশী (সিলেট), মোঃ ইসলাম উদ্দিন (সিলেট), সহ- সাধারণ সম্পাদক: লায়ন মোঃ আবুল খায়ের খাঁন (ঢাকা), লায়ন সালেহ আহমদ (নারায়ণগঞ্জ), অবিনাশ আচার্য্য ( শ্রীমঙ্গল) সাজু কবির (রংপুর), দীপ্তেন্দু দাশ কাজল (মৌলভীবাজার), সাংগঠনিক সম্পাদক: আয়শা আক্তার সাথাী (বরগুনা), অধরা আলো (ঢাকা), নয়নলাল দেব ( মৌলভীবাজার), রাজু আহমদ (সিলেট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: এ্যাড. সৈয়দ মাইনুদ্দিন জুনেল (আমেরিকা), সৈয়দ রুহুল আমীন ( যুক্তরাজ্য) এ্যাড. সঞ্জয় কান্তি বিশ্বাস ( কানাডা), প্রচার সম্পাদক: মোঃ আবুল কালাম আজাদ- (মৌলভীবাজার), প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান (ঢাকা),
দপ্তর সম্পাদক: রবিউল হাসনাত সজল (যশোর), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ মেরাজ চৌধুরী (মৌলভীবাজার), নির্বাহী সদস্য: মুশফিকুর রহমান(ঢাকা) নূরজাহান আরা নীতি (যশোর), বিলকিস আক্তার সুমি (সিলেট) সোনিয়া সুলতানা চাঁপা (যশোর), মোঃ রোমান আহমদ ( মৌলভীবাজার) শেখ আব্দুল কাদির কাজল ( হবিগঞ্জ) তাকবির হোসেইন মান্না (যুক্তরাজ্য)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here