মোংলার সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে এক জেলে নিখোজ

0
189

মোংলা : মোংলার সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে এক জেলে নিখোজ হয়েছে। শুক্রবার রাত ২ টার দিকে পশুর নদীর ধানসিদ্ধির চর এলাকায় পানির ডেউয়ের তোড়ে নৌকা থেকে সিটকে নদীতে পরে নিখোজ হয়। 
রাত থেকেই নিহতের পরিবার ও অন্যান্য জেলেরা খোজাখুজি করেও তার সন্ধান পাননি। 
বন বিভাগ ও স্বজনরা জানায়, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের বশির শেখ (৪০) সুন্দরবনে মাছধরার জন্য চাদপাই ষ্টেশন থেকে পাশ-পারমিট নিয়ে মাছ ধরতে যায় তিনি৷ বন্দরের পশুর নদীর হাড়বাড়ীয়া ধনসিদ্ধির চর এলাকায় পৌছালে নদীর ডেউয়ের তোড়ে নৌকা থেকে সিটকে নদীতে পরে নিখোজ হয়। 
নৌকায় থাকা তার অপর সহযোগী জেলে সজীব আকন (২২) সাথে সাথেই নদীতে লাফিয়ে পড়েও তাকে উদ্ধার করতে পারেনী। রাতে পরিবার ও বন বিভাগকে খবর দেয়া হলে স্বজন ও স্থানীয় অপর জেলেরা মিলে নিখোঁজের সন্ধানে তল্লাশি চালিয়ে না পেয়ে ফিরে আসেন। পরবর্তীতে বিষয়টি কোস্ট গার্ডকে জানান তারা। কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় তল্লাশী চালাচ্ছে।
নিখোঁজ বশির শেখ চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে। 
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) ষ্টাফ অফিসার (অপারেশন) লেঃ কমান্ডার মেজবাউদ্দিন আহমেদ বলেন, নিখোঁজ জেলের সন্ধানে শনিবার সকাল থেকে ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল। যতক্ষন পর্যন্ত তার সন্ধান না পাওয়া যাবে ততোক্ষন এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলো জানায় কোস্টগার্ডের এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here