বাগ আঁচড়ায় প্রকল্প পরিদর্শনে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত চেয়ারম্যান খালেক

0
239

রবিউল ইসলাম :: যশোরের শার্শায় কাজে অনিয়মের খবরে প্রকল্প পরিদর্শনে গিয়ে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন ৮ নং বাঁগআচড়ার চেয়ারম্যান আব্দুল খালেক। রবিবার(২০ নভেম্বর) সকালে উপজেলার সাতমাইল পশুহাট এলাকায় হাটচান্দির শেড নির্মান ও হাট বাজার সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে তিনি এই সন্ত্রাসী হামলার স্বীকার হন বলে জানা গেছে। এসময় চেয়ারম্যানে সাথে থাকা ইউপি সদস্য আজিজুর, ফারুক ও সোবাহান নামের আরো ৩ ব্যাক্তি সন্ত্রাসীদের বেধড়ক মার পিটের স্বীকার হয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সন্ত্রাসী হামলার বিষদ তুলে ধরে চেয়ারম্যান আব্দুল খালেক জানান,সকাল আনুমানিক ১০.৩০ মিনিটে উপজেলার সার্ভেয়ার নাসির তার মুঠোফোনে কল দিয়ে বলে সাতমাইল পশুহাটের প্রকল্পের কাজে প্রচুর অনিয়ম হচ্ছে। তাকে কাজের সাইড পরিদর্শনে যেতে বলেন।সে মোতাবেক ইউপিসদস্যসহ পরিষদের লোকজন নিয়ে চেয়ারম্যন প্রকল্পের কাজ পরিদর্শনে যান ও সহকারী ইঞ্জিনিয়ার ফিরোজ এর সহিত কথা বলতে থাকেন। এ সময় সাবেক চেয়ারম্যন বকুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার সাথে থাকা লোকজনের উপর অতির্কিত হামলা চালায়। তাদের কাছে থাকা রড,হাতুড়ী লাঠি সোটা দ্বারা ইউপি সদস্য আজিজুরসহ ৩/৪জনকে পিটিয়ে জখম করে। স্থানীয় লোকজন চেয়ারম্যানকে উদ্ধার করে পরিষদে পৌঁছে দেন। চেয়ারম্যান তাৎক্ষনিক বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করলে বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনা স্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা ও প্রকল্পের কাজে অনিয়ম নিয়ে শার্শা উপজেলার সহকারী প্রকৌশলী ফিরোজ এর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ইতিমধ্যে প্রকল্পের কাজ বন্ধ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাঁগআচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান,চেয়ারম্যানের উপর হামলার খবের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে ও হামলার ঘটনা খতিয়ে দেখছে। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here