উপকূলীয় অঞ্চলে শিশুদের সুরক্ষা বিষয়ে মুক্ত আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত

0
215

মনিরুজ্জামান জুলেট,শ্যামনগর সাতক্ষীরাঃ “সকল শিশু স্কুলে যাবে মানসম্মত শিক্ষা পাবে” সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি প্রতিষ্ঠান উত্তরণের আয়োজনে উপকূলীয় অঞ্চলে শিশুশ্রমে শিশুদের জন্য, শিক্ষা, প্রশিক্ষণ এবং সুরক্ষা বিষয়ে মুক্ত আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর (রবিবার) সকাল ১০ টায় উপজেলার বুড়িগোয়ালীনি ভূমি অফিস চত্বরে এডুকো বাংলাদেশের সহযোগিতায় উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভিনের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয় কর্মকতা মো. শারিদ বিন শফিক। এসম আরো উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার এডুকো বাংলাদেশ গোলাম কিবরিয়া, MEAL ম্যানেজার জমাল উদ্দিন, ম্যানেজার DRR ডিজাস্টার কাজী আব্দুল কাদীর, জলবায়ু এ্যাডভোকেসী অফিসার সৈয়দা ইসরাত জাহান তানসু ও ডিজাস্টার কোঅডিনেটর মোথি মন্ডল সহ উত্তরণের কর্মকতা, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উত্তরনের প্রোজেক্ট ম্যানেজার নাজমা আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here