দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কে সচেতন মহলের পক্ষে দোয়া কামনা 

0
269

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ নিজেদের মধ্যে কোন অহংকার নেই। অহংকার মুক্ত দেহ ও ভালো মন নিয়ে মানুষকে অতি-আপন করে তাদের জীবনের ভবিষ্যতের লক্ষে সু-প্রমর্শ দিয়ে একটি সুন্দর উপজেলা উপহার দেওয়ার লক্ষে মানবতার কাজেই চলেছে ।কোন ব্যাক্তি যাহাতে বিভ্রান্তীর মধ্যে পড়ে বিপদ গামী না হয়। সেই লক্ষনীয় রয়েছেন অফিসার মহাদয়ের মধ্যে । সাতক্ষীরার দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা এবি এম খালিদ হোসেন সিদ্দিকীর ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। উপজেলার বিভিন্ন এলাকার অধিকাংশ সচেতন মহলের মানুষের মধ্যে অনেকে জানিয়েছেন, দুই জন অফিসার খুবই ভালো মনের মানুষ। যে কোন বিষয় নিয়ে কথা বলার সময় তাদের কথাগুলো প্রাণভরে উপভোগ করতে ইচ্ছা হয়।সরজমিন পরিদর্শন কালে সুধীজন ও গরীব ও অসহায় মানুষেরা এমনই জানান বলে জানা গেছে। মানুষ সততার সাথে থাকতে পারে, অসৎপথে না চলে যায়, অকালে সুন্দর একটি জীবন সামান্যর জন্য নষ্ট না হয়,সেই নষ্টের পথ কোনটি ও কি কি এমনই বুঝায়ে জীবনের ভবিষ্যতের কামনায় বিশেষ ভাবে উপজেলার মধ্যে প্রায় মানুষকে সৎ পথেচলার আহবান জানিয়ে মানুষের একটি সুন্দর জীবন ঝরে যাওয়া থেকে বিরত রাখতে ও সুন্দর উপজেলা উপহারের লক্ষনীয় ভাবে খেয়াল । তাই সচেতন মহলের পক্ষ দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কে শুভেচ্ছা অভিনন্দনও ভবিষ্যতের জন্য দোয়া কামনা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here