বাংলদেশ রেডক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট : জাহিদ হাসান টুকুন সেক্রেটারী নির্বাচিত

0
204

মালিকুজ্জামান কাকা : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের উৎসবমূখর পরিবেশে কার্য নির্বাহী কমিটির ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের ভোটের মাধ্যমে জাহিদ হাসান টুকুন সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। তার অর্জিত ভোটের সংখ্যা ২৩৪। গতকাল ১ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ রেডক্রিসেন্ট যশোর ইউনিটের ভোট শুরু হয় সকাল ৮ টায়। চলে বিকাল ৩টা পর্যন্ত। এবার মোট ভোটারের সংখ্যা ছিল ৬৯০। এর মধ্যে ভোটধিকার প্রয়োগ করেন ৪০৫ জন । জাহিদ হাসান টুকুন ২৩৪ ভোট পেয়ে পুনরায় সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সেচ্ছাসেবকলীগের যশোর শাখার সভাপতি আসাদুজ্জামান মিঠু পেয়েছেন ১৫৭ টি ভোট। জাহিদ হাসান টুকুন ৭৭ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে বিজয়ী হন। ১৪ টি ব্যালট বাতিল হয়েছে। পদাধিকার বলে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ই্্উনিটের চেয়ারম্যান। এছাড়া বীনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন (৫২৬)। এছাড়া কার্যকরী সদস্য নির্বাাচিত হয়েছেন খন্দকার মাহফুজুল হক ফারুক (১০৬), এ্যাডভোকেট গাজী আব্দুল কাদের (৪৬১), মুস্তাক হোসেন শিম্বা (২৭৪), এস এম আক্তারুজ্জামান তুহিন (৭১) ও মাহমুদ হাসান বিপু (১৬৩)। শুধু সেক্রেটারি পদে নির্বাচন অনষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর। এছাড়া দীপক কুমার রায় ও এ্যাডভোকেট শাহারিয়ার বাবু নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর বলেন, নির্বাচন প্রক্রিয়া পুরোটাই সুন্দর ও সাবলীল ছিল। ভোটাররা ভোটের দিন যথাযথ পরিবেশে শান্তপূর্নভাবে ভোট দিয়েছেন। প্রশাসনের সদস্যরাও ভোটের মাঠের পরিবেশ সুন্দর রাখতে পরিশ্রম করেছেন। ভোটের মাঠে প্রানান্ত পরিশ্রম করেছেন রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের সকল সদসগণ। ভোটকে কোনভাবে প্রশ্নবিদ্ধ করা যাবেনা। কেননা পরিবেশ ছিল খুবই সুন্দর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here