বাঘারপাড়ায় মুক্তিযোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রোডমার্চ

0
211

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় মুক্তিযোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা সজ্জিত গাড়িবহর নিয়ে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার দোহাকুলা বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়।এর আগে দিনব্যপী এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অনুষ্ঠানের আয়োজক সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। সকাল ১১ টায় উপজেলা প্রাণি হাসপাতাল মোড় থেকে শতাধিক মুক্তিযোদ্ধা গেঞ্জি- ক্যাপ পড়ে চারটি ট্রাক,দু’টি প্রাইভেটকার ও ১০/১২ টি মোটরসাইকেলে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা নিয়ে মুক্তিযুদ্ধের শ্লোগান দিয়ে রোডমার্চে যোগ দেন। গাড়িবহরটি বাঘারপাড়ার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে অভয়নগর উপজেলায় যায়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। আরো উপস্থিত ছিলেন,যশোর সদর উপজেলার সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ কুটি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান হোসেন বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সদর উদ্দিনসহ উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here