কেশবপুরে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

0
194

কেশবপুর ব্যুরো : কেশবপুরে ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপীয় ইউনিয়নের কারিগরি এবং আর্থিক সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির উদ্যোগে শহরের বিআরডিবির হলরুমে বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী। ওয়েভ ফাউন্ডেশনের খুলনা ডিভিশনাল ফ্যাসিলিটেটর জহির উদ্দিন প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণে সহযোগিতা করেন সংস্থার খুলনা ডিডিশনাল এসিট্যান্ট ফ্যাসিলিটেটর রিয়াজ মোর্শেদ। মতামত প্রদান করেন সংগঠনের সদস্য উৎপল দে, সুফিয়া পারভীন, সিরাজুল ইসলাম, রোকনুজ্জামান প্রমুখ।
কর্মশালায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here