দেবহাটায় দরিদ্র পরিবারের মাঝে গৃহপালিত প্রাণি বিতরন উদ্বোধন

0
198

ভ্রাম্যমান প্রতিনিধি: দেবহাটায় অতি দরিদ্র পরিবারের উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে দেশী বকনা গরুর বাছুর বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ৪টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ও সুশীলনের আয়োজনে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে এ বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ডাঃ নাজমুল হোসেন, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নরেশ মারান্ডি, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ টিপু সুলতান, মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন সহ উপকারভোগীগন।
উদ্বোধনীয় অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়নের ১৮ জনকে দেশী বকনা গরুর বাছুর প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় সর্বমোট ২৮০ টি পরিবারকে একটি করে দেশী বকনা গরুর বাছুর প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here