দেবহাটার কদবেল তলা মোড় থেকে বড়শান্তাও সুবর্নবাদ বাজার থেকে টিকেট গামী জনগুরুত্বপুর্ন পিচের সড়কের বেশকিছু স্থানে খালখননে মাটি ফালানোর ফলে বেড়েছে জনদুর্ভোগ

0
214

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ১৪/১২/২০২২ ইং-তারিখ সকাল সাড়ে ৭টার দিকে সরজমিন পরিদর্শন কালে পুটিমারী বাজার থেকে বড়শান্তার ব্রীজ সংলগ্ন পুজামুন্দীর গামী একমাত্র পিচের সড়কের উপর খালখননের মাটি দিয়ে হাজার হাজার জনসাধারণ সহ-জনমানুষের চলাচলের বড়ই ভোগান্তীর স্বীকার হতে চলেছে। এটি হচ্ছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কদবেল তলা মোড় থেকে বড়শান্তা ও সুবর্নবাদ বাজার ,বড়শান্তা পুজামুন্দীর এরপর উপজেলার কুলিয়ার টিকেট বাজার। উক্ত সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মৎস্য ব্যবসায়ী সহ- যাতায়ত করে থাকেন। খালের মাটি বেবু-ইন্জিন দিয়ে কেটে জনসাধারণের চলাচলের একমাত্র পিচের সড়কের উপর দেওয়ার ফলে ব্যাপক জনদুর্ভোগের আশাম্কা রয়েছে। বিষয়টি জানতে চাওয়া হয়েছে মোবাইল আলাপে খালখননের ম্যানেজার মিজানুর রহমানের কাছে।তিনি জানান,সড়কের উপর মাটি ফালানোর ইচ্ছা ছিলোনা।ট্রোলি যোগে দ্রত্য মাটি নিয়ে যাওয়ার কথাও সড়কে মাটি ফালানোর নির্দেশে অনুযায়ী ফালানোর স্বীকার হতে হয়েছে ও এই মাটি না সরানোর পর্যন্ত সড়কের উপর খালখননের মাটি ফেলানো হবে না এমনই জানান বলে জানা গেছে। এই সংবাদ লেখা পর্যন্ত সেখানে ট্রোলি যোগে মাটি নিয়ে যেতে দেখা যায় নি কাউকে। একজন পুরুষ লোককে কোদালে মাটি কেটে ঝুড়ায় ভোরে একজন মহিলার কাঁধে তুলে দিতে ও নিয়ে যেতে দেখা যায়।জনসাধারণের পক্ষে ম্যানেজারের কাছে দাবী করা হয়েছে,খালের থেকে মাটি কেটে উপরে উঠায়ে দেওয়ার জন্য একটি ইঞ্জিন ও উপর থেকে সেই মাটি উন্নথায় ফালানোর জন্য আরেকটি ইঞ্জিন রাখার ব্যাপারে দাবী করা হয়।তিনি তখন বলেন, নেতা দুই জন ট্রোলি যোগে মাটি নিয়ে যেতে চেয়েছে এই মাটি না নিয়ে যাওয়া পর্যন্ত রাস্তায় মাটি ফালানোর ফলে দুর্ভোগ পোহাতে হবে জনগণের। উক্ত ব্যাপারে ম্যানেজারের সাথে কথা বলার কিছুক্ষন পর সাংবাদিক তলব এক নেতা কতৃক। হেনস্তা হতে পারে সাংবাদিক। এলাকার সহ- কোন মানুষ এই সময়ের মধ্যে হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রত্য হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য এ্যামবুলেন্স এলাকায় প্রবেশ করা অসম্ভব ও অসুস্থ রুগীকে হাসপাতালে নিয়ে যেতে না যেতে মারা যেতে পারে এমনই আশাম্কার কথা জানান অনেকেই। তাই সচেতন মহলের পক্ষে রাস্তার উপর থেকে মাটি দ্রত্য অবসরনের লক্ষে কতৃপক্ষের কাছে দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here