সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

0
198

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতীরা জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত সাধারনসভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সাতীরা-১ ( তালা+কলারোয়া) আসনের সংসদ সদস্যঅএ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাংস্কৃতিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, হেনরী সরদার, সাতক্ষীরা ফ্রেন্ডস ড্রামেটিক কাবের সাধারণ সম্পাদক ছাইফুল করিম সাবু, কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর পরিচালক এটি এম রেজাউল হক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শেখ সহীদুর রহমান, উদীচির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা সাংস্কৃতিক পরিষদের সদস্য শামীমা পারভীন রত্না, অধ্য আশেক ই এলাহী, অ্যাড শফিউল ইসলাম খোকন প্রমুখ।
সাধারণ সভায় জেলা সাংস্কৃতিক পরিষদের সদস্যরা দীর্ঘদিন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিষদের কমিটি না থাকায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ঐহিত্যবাহী এই সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক পরিষদকে গতিশীল করার করার লক্ষ্যে দ্রুত একটি কমিটি গঠনের প্রস্তাব করেন সদস্যরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সাংস্কৃতিক পরিষদের সদস্য শেখ মুসফিকুর রহমান মিল্টন।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here