কলারোয়ায় গ্রামে গ্রামে প্রতারক চক্রের ফাঁদ।। হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা

0
247

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায়“বিদেশী সংস্থা সৌদিআরব
সিসিডিবি অনুদানের তালিকা”বাংলাদেশ প্রতিবন্ধী অসহায় ব্যক্তিদের তালিকা
তৈরীর নামে হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র হাজার হাজার টাকা। শনিবার
(২৪ডিসেম্বর) সকালে এমনটির অভিযোগ করেন-উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া
গ্রামে রুহুল আমিনের স্ত্রী হাসিনা খাতুন (৪৫)। তিনি অভিযোগ জানাতে হাজির
হন দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান মফের কাছে। তিনি
বলেন-দুইজন ব্যক্তি মোটরসাইকেলে তার বাড়ীতে আসেন। এসময় তারা বলেন-সৌদিআরব
সিসিডিবি সংস্থার সাহায্য তাদের ৬নং ওয়ার্ডে মাত্র ৬জন ব্যক্তি সহায়তা
পাবেন। হাসিনা খাতুন এই তালিকার মধ্যে রয়েছে। তালিকা প্রস্তুত করতে হলে
এক্ষুনে ৬হাজার টাকা দিতে হবে। আর তা না হলে তাদের নাম বাদ যাবে। এই কথা
শুনে তিনি ধার করে ৩হাজার টাকা তুলে দেন ওই প্রতারক চক্রের হাতে। টাকা
নিয়েই মুহুতের মধ্যে তারা ছটকে পড়েন। পরে তাদের কাছে দেয়া একটি রশিদ ওই
ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আকলিমা খাতুনকে দেখানো হলে তিনি সাথে সাথে
ওই রশিদ এ দেয়া মোবাইল ফোনে কল করলে দুঃখিত বলে। তিনি বলেন এটা কনো
প্রতারক চক্রের কাজ বলে মনে হচ্ছে। পরে এই কথা শুনে ক্ষতিগ্রস্ত ওই নারী
অভিযোগ জানাতে ছুটে চলে আসেন দেয়াড়া ইউনিয়ন পরিষদে। দেয়াড়া ইউনিয়ন
পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল বলেন-প্রতারক চক্রের দেয়া রশিদ এ
লোখা রয়েছে-বাংলাদেশের যে কোন জেলা সমাজসেবা অফিস থেকে টাকা উঠানো যাবে।
সার্বিক সহযোগিতায় জেস ফাউন্ডেশন, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ তালিকা হবে বলে
লেখা রয়েছে। এমনকি দুইটি বন্ধ সিমের নাম্বার দেয়া রয়েছে। এবিষয়ে ইউপি
চেয়ারম্যান মাহবুবর রহমান মফে বলেন-হাসিনা খাতুন প্রতারণা চক্রের ফাদে
পড়েছে। ওই চক্রের সদস্যদের ধরতে পারলে পুলিশে সোর্পদ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here