পর্ণগ্রাফী আইনের মামলায় সাতক্ষীরার বাঁশদহা সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ গ্রেপ্তার

0
187

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেনকে পর্ণগ্রাফী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রেউই বাজারস্থ তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার এলাকার মৃত রজব আলীর ছেলে ও ইউনিয়ন আ’লীগের বহিস্কৃত সভাপতি।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বাঁশদহা ইউনিয়নের সাবেক চেয়াম্যান মোশরাফ হোসেন একই ইউনিয়নের একটি মেয়েকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কু-প্রস্তাব ও নগ্ন ছবি পাঠিয়ে উত্তক্ত করে আসছিল। এই জেরে মেয়েটি বুধবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নিজে বাদি হয়ে মোশাররফ হোসেন বিরুদ্ধে পর্ণগ্রাফী আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই সদর থানা পুলিশের একটি অভিযানিক দল রেউই বাজারস্থ তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি আরও জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here