এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বুড়িয়ায় ৫দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ বড়দিন পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বুড়িয়া বড়দিন উদযাপন কমিটির আয়োজনে ও বুড়িয়া ক্যাথলিক চার্চের সার্বিক ব্যবস্থনায় শুভ বড়দিন উদযাপনে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ হয়। গতকাল সন্ধ্যায় চার্চের মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি আশুতোষ মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়দল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন আঙ্গুর। উদযাপন কমিটির সাধারন সম্পাদক মাইকেল মিস্ত্রির পরিচলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়নের মহিলা ইউপি সদস্য হাফিজা খাতুন তামা, শ্রাবন্তী বৈরাগী, রেহানা খাতুন, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহসভাপতি এমএম সাহেব আলী, কাদাকাটি ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান সুমন, যুবলীগ নেতা মনিরুজ্জামান ডালিম, বড়দল ইউনিয়ন ইউনিয়ন ভুমিহীন সমিতির সেক্রেটারী সাংবাদিক আবুল হোসেন রাজু, বুড়িয়া পুজা উদযাপন পরিষদের সভাপতি কালিদাশ মন্ডল, সাধারন সম্পাদক বাপ্পা আদিত্য মন্টু,সাংগঠনিক সম্পাদক হরিদাশ ব্যানার্জি, বুড়িয়া বড়দিন উদযাপন কমিটির কর্মকর্তা সদস্যবৃন্দ সাধন মিস্ত্রি, পলাশ মন্ডল, মোশি মিস্ত্রি, সাগর মিস্ত্রি, যাকোব মন্ডল, মিলন মিস্ত্রি, নিউটন মন্ডল, দিপ্ত মন্ডল, সনজিৎ মন্ডল, মার্টিন মিস্ত্রী, পল্লব মন্ডল , পিউস মন্ডল, জেমস মিস্ত্রী, বুড়িয়া বড়দিন উদযাপন কমিটির কর্মকর্তা,সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাপশান ঃ আশাশুনির বুড়িয়ায় ৫দিন ব্যাপী শুভ বড়দিনের অনুষ্ঠানে অথিতিবৃন্দ।















