শ্যামনগরে অসহায় বাঘ বিধবাদের মাঝে পানির ট্যাংক বিতরণ।

0
200

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা, প্রতিনিধিঃ শ্যামনগরে ৫০ জন বাঘ বিধবার মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়।মঙ্গলবার (১০ জানুয়ারী) সকাল ১০ টায় গাবুরা চকবারয় সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান কার্যলয়ে এ পানির ট্যাংক বিতরণ করে।সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের বাস্তবায়নে ও দ্যা সাদাকা সিস্টার্সের অর্থয়ানে সুপেয় পানি সংকটে থাকা বাঘ বিধবাদের মাঝে এ পানির ট্যাংক বিতরণ করে। হাবিবুল্লাহ আল মামুনের সঞ্চালনায়, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন দ্যা সাদাকা সিস্টার্স এর প্রতিষ্ঠাতা নিগাত কেয়া হক, বিশেষ অতিথি প্রফেসর ড. জিয়াউল হক,ডা: নাজনীন তালুকদার ,৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম,৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান সহ আরো অনেকে। প্রধান অতিথি নিগাত কেয়া বলেন, আমাদের প্রতিষ্ঠান যত দিন থাকবে আমার বাঘ বিধবা নারীদের পাশে থেকে কাজ করে যাবো। বাঘ বিধবা নারীরা জানান এ পানির ট্যাংক পাওয়ায় আমাদের পানির সমস্যা কিছুটা হলেও মিটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here