দেবহাটার পারুলিয়া শান্তা বাজারে খালখননের কতৃপক্ষের সাথে মতবিনিময় ও উপস্থিত জনতা 

0
185

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড়শান্তা বাজার বিল্লালের চায়ের দোকানের সামনে পানি উন্নয়ন ও খালখননের কাজের কতৃপক্ষ মিজানুর রহমানের সাথে এক মতবিনিময় হয়। ১১/০১/২০২৩ ইং-তারিখ সকাল সাড়ে ৮ টার দিকে। ইউপি মেম্বর গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় উপস্থিত ছিলেন, নওয়াব আলী গাজী,সুভাষ, কামরুল ইসলাম, ফজলু সরদার,আঃজলিল,সুশান্ত, আমিরুল গাজী, নজরুল সরদার, নিমাই মিস্ত্রি,আওয়ামীলিগ নেতা আঃরশিদ, জলিল সানা ও সাংবাদিক আবুল হাসান প্রমুখ।উপস্থিত জনসম্মুখে চেয়ারম্যান তিনি খালখননের কাজের ম্যানেজারকে বলেন,খালের মধ্যে খোঠা মেরে পারুলিয়ার শান্তা ও সুবন্যবাদ বাজারের দুই পারের মেন সড়কের থেকে মাফদিয়ে সুন্দর পরিবেশের মধ্যে খননের ব্যাপারে খুবই জনগুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপস্থিত সকলে চেয়ারম্যান এর বক্তব্যই খুশি হয়ে তাকে ধন্যবাদ জানান।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here