সাতক্ষীরায় বিদ্যুতের তারে জড়িয়ে ইউপি সদস্যের মৃত্যু

0
382

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুতের তারে জড়িয়ে চন্দ্রকান্ত মন্ডল (৩৩) নামের এক ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত চন্দ্রকান্ড মন্ডল বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
নিহতের বড়ভাই হীরক চন্দ্র মন্ডল জানান, চন্দ্রকান্ত রাতে সরিষা ক্ষেতে পানি দিতে যাচ্ছিলেন। এসময় ক্ষেতের মোটরের সাথে সংযুক্ত একটি বৈদ্যুতিক তার মাটিতে পড়ে ছিলো। গভীর অন্ধকারে তিনি ওই তার দেখতে না পেয়ে অসাবধনতাবশতঃ পা দিয়ে ফেলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মূমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আশাশুনির বড়দল ইউনিয়নের চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, তিনি রাতেই ঘটনাটি শুনেছেন। নিহত চন্দ্রকান্ত দুই ছেলের বাবা।
আশাশুনি উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, ইউপি সদস্যের মরদেহটি ৮০ শতাংশ পুড়ে গেছে। এটি আর ময়নাতদন্ত করা হবে না। এ ব্যাপারে আশাশুনি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here