শ্যামনগরে ৩ শতাধিক শীতার্তদের মাঝে আল খিদমাহ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

0
225

মনিরুজ্জামান জুলেটঃnসাতক্ষীরার শ্যামনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায় কম্বল বিতরণ করেছে আল খিদমাহ ফাউন্ডেশন।
শনিবার (২১ জানুয়ারি) উপজেলার মুন্সিগঞ্জ ও নূরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩ শতাধিক দুস্থ-অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা উলামা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক, আল খিদমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি হাফেজ মাওঃ মোখলেছুর রহমান, আল খিদমাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুফতি শহিদুল্লাহ, পরিকল্পনা সচিব হাফেজ ডাঃ আবদুল্লাহ আল মামুন, নূরনগর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের, ইউপি সদস্য সাইদুর রহমান বাবু, মুন্সিগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মাওঃ ওহিদুজ্জামান, ভবানীপুর মহিলা মাদ্রাসার পরিচালক মাওঃ যোবায়ের আহমেদ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মেহেদী আমিন, মাওঃ আশরাফ হোসেন প্রমুখ।
কম্বল বিতরণ কার্যক্রমের পূর্বে আল খিদমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি মাওঃ মোখলেছুর রহমান বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি। উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here