কালীগঞ্জে পবিত্র বুখারী শরীফ খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

0
196
smart

সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি:-২৭জানুয়ারী২০২৩ রোজ শুক্রবার বিকাল ০৩ ঘটিকায়, কালীগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীন প্রতিষ্ঠান জামি’ আ এমদাদিয়া তালিমুল কোরআন বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসায় প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র বুখারী শরীফ খতম ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র জামিয়ার সুনামধন্য প্রতিষ্ঠাতা মুহতামিম পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মোঃ অজীহুর রহমান (দঃ বাঃ) পীর সাহেব কালিগঞ্জ, প্রধান বক্তা অত্র জামেআর প্রধান শায়েখ দক্ষিণ খুলনার অন্যতম আলেমে দ্বীন পীর কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোঃ আব্দুস ছাদেক (দঃ বাঃ) আরো আলোচনা করেন অত্র জামিয়ার মুহাদ্দিস মাওলানা মোঃ শহীদুজ্জামান, মুফতী মাওলানা মোঃ লুৎফুর রহমান, মুফতী মাওলানা মোঃ হামিদুর রহমান, মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক এছাড়াও সেখানে আরও অনেক ওলামা মাশায়েখ গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পরিচালনা করেন হাফেজ মঞ্জুরুল আলম ও মাস্টার আব্দুর মহিন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here