অভয়নগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

0
246

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে আন্তঃনগর বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাথী বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রেল ক্রসিং নামক এলাকার এ ঘটনা ঘটে। নিহত সাথী বেগম উপজেলার বাঘুটিয়া গ্রামের রকি শেখের স্ত্রী ও ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন কোলনীর মহিরুল ইসলাম বাবলুর মেয়ে। তিনি সকালে বাবার বড়িতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ওই সময় খুলনাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল আর ওই গৃহবধূ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পিতা মহিরুল ইসলাম বাবলু জানান, সাথী সকালে বাড়িতে এসে পুত্র সন্তান আলিফ (২) কে আমাদের কাছে রেখে রাজঘাট বাজার এলাকায় যাওয়ার কথা বলে। পরে তার মোবাইল থেকে ১১ টার সময় আমাকে ফোনে করে জানায় আমার বাচ্চাকে দেখে রেখো। এরপর থেকে ওই মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। দুপুর ১২টার সময় জানতে পারি বেনাপোল ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে আমার মেয়ে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাষ্টার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইন থেকে লাশের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়েছে।
যশোর রেল পুলিশ এস আই মো. মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here