সিরাজুল ইসলাম, ঝাঁপা প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আগামী ২৬ ফেব্রুয়ারি-২০২৩, রোজ রবিবার (দিনের বেলা, সকাল ১০টা থেকে) ৪৮তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
হানুয়ার হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার উদ্যোগে এবং হানুয়ার গ্রামের বাসিন্দা আলহাজ্ব হযরত মাওঃ আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত মাওঃ এম হাসিবুর রহমান, (সিলেট)। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- হযরত মাওঃ মুফতী আব্দুস সামাদ কাসেমী (নাভারণ)। তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- হানুয়ার হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ হযরত মাওঃ আশরাফুজ্জামান। বিঃদ্রঃ এদিন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে।
উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দো’জাহানের অশেষ নেকী হাসিল করার জন্য সকলের প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন আয়োজক কমিটি।















