কেরুএ্যান্ড র শ্রমিক-কর্মচারী নির্বাচন, সভাপতি সবুজ,সাধারন সম্পাদক মাসুদ পুনঃনির্বাচিত

0
177

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরুজ চিনিকলের দ্বি-বার্ষিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়ছে। সভাপতি সবুজ সাধারন সম্পাদক মাসুদ পুন;নির্বাচিত হয়েছেন। ৫ ফেব্রুয়ারী শনিবার কেরুজ প্রাথমিক বিদ্যালয় ভবনে১০টি বুথে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়।১১৮ ৯ জন ভোটারের মধ্যে ১১৮৬ জন ভোটার তাদের ভোট দেওয়ার মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের কে ভোট দেন।২৫ টি পদের মধ্যে ৪ জন বিনা প্রতিদ্বন্দীতে নির্বাচিত হওয়ায় ২১ টি পদে ৪৪জন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ন হয়েছিলেন। সভাপতি পদে বর্তমান সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ(ছাতা) প্রতীক নিয়ে ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকট তম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সাবেক সভাপতি তৈয়ব আলী(বাই সাইকেল) ৪০৫ ভোট। সাধারন সম্পাদক পদে ৭০২ ভোটে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ৮ বারের নির্বাচিত বর্তমান সাধারণ সম্পাদক মাসুদুর রহমান(চাদতারা) ৭০২ ভোট পেয়ে ৯ম বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স(আনারস)৩৬০ভোট ৩য় নতুন প্রার্থী জয়নাল আবেদীন নফর(হারিকেন) ১০২ ভোট।সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন রেজাউল করীম ও মফিজুল ইসলাম।যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ও হাফিজুর রহমান।সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন,।দফতর সম্পাদক পদে সালাউদ্দীন সনেট,প্রচার সম্পাদক পদে আঃকুদ্দুস,কোষাধ্যক্ষ পদে এম আবু সাঈদ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীয় আগেই নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে সেলিম খান ও ৬নং ওয়ার্ডে মাজেদুল ইসলাম, নুরুল ইসলাম ও মজিবর রহমান।আর নবনির্বাচিত ওয়ার্ডের সমস্যরা হলেন যথাক্রমে ২ নং আমিরুল ইসলাম,৩ নং শরিফুল ইসলাম ও বাবুল আক্তার, ৪ নং কামরুল ইসলাম লোমান ও মতিয়ার রহমার,,৫ নং সাহেব আলী শিকদার ও হারিজুল ইসলাম ৭নং জহিরুল ইসলাম ও ইদ্রিস আলি নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান
চিনিকলের মহাব্যবস্থাপক(অর্থ) সাইফুল ইসলাম রাত সাড়ে ১০টায় সকল ভোটার দের সামনে এ ফলাফল ঘোষনা করেন।এসময় উপস্থিত ছিলেন নির্বাচনের সদস্য সচিব যথাক্রমে পরিবহন বিভাগের (প্রকৌশলী) আবু সাঈদ, সদস্য প্রশাসন বিভাগের (উপ-মহাব্যবস্থাপক) আল-আমিন,হিসাব বিভাগের উপ-ব্যবস্থাপক জায়েদ হাসান, বানিজ্যিক বিভাগের জুনিয়র অফিসার জহির উদ্দীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here