কপিলমুনিতে বিনোদ বিহারী শিশু বিদ্যালয় দখল ষড়যন্ত্র প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

0
214

কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনি বিনোদ বিহারী শিশু বিদ্যালয়, কেকেএসপি ও আনসার ভিডিপি ক্লাবের ভূমিদখল ষড়যন্ত্রের প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কপিলমুনি বাসীর ব্যানারে পাইকগাছা খুলনার কপিলমুনিস্থ প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দারের সভাপত্বিতে শেখ ইকবাল হোসেন খোকন ও মদুসূদন হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যে রাখেন, কপিলমুনি বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবর রহমান, উপাধ্যক্ষ আফসার আলী, অধ্যাপক রেজাউল করিম খোকন, আনন্দ মোহন বিশ্বাস, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, এম বুলবুল আহমেদ, জগদীশ দে, সাধন চন্দ্র ভদ্র, শেখ আব্দুর রশীদ, সরদার মোজাফ্ফর হোসেন, প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, মাদ্রাসা শিক্ষক আবুল কাশেম সিরাজী, শিক্ষক খলিলুর রহমান, হেদায়েত আলী টুকু, বিধান ভদ্র, কিনু পাল, মফিজুল বিশ্বাস, সন্দীপ সাধু, কামরুজ্জামান, মোসলেম উদ্দীন দয়াল, শান্তনু সাধু, শেখ আনারুল ইসলাম, সন্তোষ সরকার, শিক্ষক পলাশ দাশ, মেম্বর রবিন অধিকারী, আজিজুল বিশ্বাস, সখিনা বেগম ও খান মতলেব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here