বেনাপোলে আড়ম্বরপূর্ন আয়োজনের মধ্য দিয়ে অধ্যক্ষ ‘দুদুকে’ বিদায় সংবর্ধনা

0
188

রবিউল ইসলাম শার্শা(সীমান্ত)প্রতিনিধি:: শার্শা উপজেলার বেনাপোল মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল ওয়াহেদ (দুদু) এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল ওয়াহেদ (দুদু) ১৯৮০ সাল থেকে ২০২৩ইং পর্যন্ত দীর্ঘ ৪৩ বছর অদ্য মাদ্রাসায় সুনামের সহিত কর্ম জীবন শেষ করলেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাদ্রাসার শিক্ষক পরিষদের উদ্যোগে সকাল ১০ টা থেকে দিনব্যাপী নানা আড়ম্বরপূর্ন আয়োজনের মধ্যে দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বেনাপোল মহিলা আলিম মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ মহাতাব উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা মোঃ ইউছুপ আলীর সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী। এছাড়া শার্শা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বর্তমান ভরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর কবির, বোয়ালিয়া দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আঃ রহিম, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শওকত আলী। শিক্ষার্থীদের পক্ষে মাওলানা মুজিবর রহমান। আন-নূর ফাউন্ডেশেন এর পক্ষে প্রতিষ্ঠাতা ইনামুল হাসান বিন নূর সহ শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বেনাপোল মহিলা আলিম মাদ্রাসা সাকেব ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্মৃতিচারণ করেন। এসময় অনেক শিক্ষক ও ছাত্রীরা স্মৃতিচারন কালে তাদের চোখের জল গড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য কালে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল ওয়াহেদ (দুদু) একপর্যায়ে কান্না জড়িত কন্ঠে দীর্ঘ কর্ম জীবনে সকলের নিকট ভুল ত্রæটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। এছাড়া তার মরহুম পিতা হাজী মোহাম্মদ উল্ল্যাহর জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষের এ মাদ্রাসার কর্মজীবনে নানা বিষয় স্মৃতিচারণ এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বক্তব্য তুলে ধরেন। পরে মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে একটি স্কুটি মটর বাইক, এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিদায়ী অধ্যক্ষের হাতে তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here