ট্রলির উপর থেকে ছিটকে পড়া মাটি এখন মরণ ফাঁদ… গুড়িগুড়ি বৃষ্টির পানিতে কাঁদায় পরিপূর্ণ যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া অংশ!

0
190
Exif_JPEG_420

রাসেল মাহমুদ।। যশোর-খুলনা মহাসড়কের উপর ট্রলি থেকে পড়ে যাওয়া মাটি এখন সামান্য বৃষ্টির পানিতে মরন ফাঁদে পরিণত হয়েছে। ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া অংশে ১৮ ফেব্রয়ারি (শনিবার) বিকালের সামান্য পানিতে কাঁদায় পিচ্ছিল হয়ে ছোট-বড় সকল ধরনের যানবহন চলাচলে বিপদজনক হয়ে পড়েছে। এঅবস্থায় থাকলে যে কোনো মুহুর্তে ঘটে যেতে পারে যান-মাল সহ অনাকাঙ্খিত ঘটনা। শীত মৌসুম যায়-যায় মুহুর্ত এরই মাঝে যশোর অঞ্চলের রূপদিয়া হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টির কারনে দেখা দিয়েছে অন্যরকম এক অস্বস্তি। এই বৃষ্টি বহুগুণ বেশী অস্বস্তির কারণ হয়ে কাঁটার উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে রূপদিয়া অঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়কে। এসব এলাকার গ্রাম্য রাস্তা-ঘাট, সড়ক-মহাসড়ক গুলো দেখে একদমই বোঝার উপায় নেই যে, সে গুলো পিচের কার্পেটিং কিংবা ইটের ফ্লাট সলিংয়ের। ১৮ ফ্রেব্রয়ারি (শনিবার) বিকালে সামান্য গুড়িগুড়ি বৃষ্টির পানিতে কাঁদায় একাকার হয়ে গেছে অত্যান্ত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই রাস্তা। যশোর সদর উপজেলার রূপদিয়া অঞ্চলের বিভিন্ন ইট ভাটায় মাটি বহনকালে যানবাহন থেকে সড়কের উপর পড়ে যাওয়া মাটিই সামান্য বৃষ্টির পানিতে কর্দমা যুক্ত মাঠে পরিণত হয়ে জনসাধারণের চলাচলে জ্বালার ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। শুধু যশোর খুলনা মহাসড়ক’ই না, রূপদিয়া-ঢাকুরিয়া, মনিরামপুর, মুনসেফপুর-ছাতিয়ানতলা, হাটবিলা-শাখারীগাতী, জামতলা- মালিডাঙ্গা সহ এসব অঞ্চলের ইটের সলিং ও পিচ কার্পেটিং রাস্তাগুলো এখন কাঁদামাটির রাস্তায় পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে ভিজে রাস্তা পিচ্ছি হয়ে বাস-ট্রাক তো দুরের কথা সামান্য সাইকেল, ভ্যানও চলাচল করতে গেলে সিলিপ করছে। বড়-বড় যানবহন দুর্ঘটনা এড়াতে চলাচল করছে ধীর গতিতে। স্থানীয়দের দাবী মাটি ব্যবসায়ীদের উদাসিনতায় এসকল সড়ক গুলো সামান্য বৃষ্টির পানিতে কাঁদায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আর এসব দেখেও অদৃশ্য কারনে নিশ্চুপ স্থানীয় প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here