সাতক্ষীরার বালিথায় গোবিন্দ মন্দির কমিটি গঠন।

0
226

সাতক্ষীরা প্রতিনিধি : বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক বছর পর সাতক্ষীরার সদর উপজেলার বালিথা সর্বজনীয় গোবিন্দ মন্দিরের কমিটি গঠন। মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সবার সিদ্ধান্তক্রমে বিগত কমিটি বিলাপ্ত ঘোষণা করে নতুন কমিটির করার সিদ্ধান্ত হয়। সবার সিদ্ধান্ত সঞ্জয় কুমার ঘোষ কে সভাপতি ও বিশ্বনাথ দাস কে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদে কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক বাপি দাস অর্থ সম্পাদক কনক কুমার ঘোষ সহ ২১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও সাংবাদিক মোঃ আরশাদ আলী, সন্দীপ কুমার ঘোষ, বিনয় কুমার ঘোষ, প্রফেসর মলয় কুমার ঘোষ, সমীর কুমার ঘোষ, গোবিন্দ ঘোষ, মিলন কুমার ঘোষ, সুকুমার ঘোষ, সুজিত কুমার ঘোষ, পরিমল দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রনজিত কুমার দাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here