জাতীয় বীমা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
170

সাতক্ষীরা প্রতিনিধিঃ “আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই স্লোগানে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শহরের নিউমার্কেট চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রট আব্দুল্লাহ আল আমিন, মেট লাইফ মোড়ল এজেন্সি সাতক্ষীরার ম্যানেজার ফারুকুজ্জামান, এর আর বি ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের শাখা ব্যবস্থাপক হযরত আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন বীমায় মানুষের আস্থা নেই। গ্রাহকদের টাকা সময়মত ফিরিয়ে দেওয়া হয় না। যে কারনে সাধারণ জনগন বীমায় আস্থা হারিয়ে ফেলেছে। এছাড়া গ্রাহকের নিকট মিথ্যা তথ্য দিয়ে বীমা করানো হয়। অনেকে পরে টাকা উত্তোলন করতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানীর স্বীকার হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here