রূপদিয়ায় এশিয়ান মার্বেলের অঙ্গপ্রতিষ্ঠান এশিয়ান হাসপাতালের যাত্রা শুরু।

0
416

রাসেল মাহমুদ।। যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে এশিয়ান মার্বেল ইন্ডাঃ লিমিটেডের অংঙ্গ প্রতিষ্ঠান এশিয়ান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন সম্পন্ন হয়েছে। ১৮ মার্চ শনিবার বেলা ১১ টার দিকে মানসম্পন্ন ও যুগউপযোগী মানের এই ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপদিয়া প্রেসক্লাবের প্রধানর উপদেষ্টা ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ, সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ধাপক, এশিয়ান মার্বেল ও এশিয়ান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক শারমীন জামাল লাকি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বিশিষ্ট্য শিল্পপতি খন্দাকার জামাল হোসেন এই সুভক্ষনে বক্তব্যে বলেন- প্রতিষ্ঠানটি রূপদিয়ার গর্ব। এটার মুল উদ্দেশ্য জনগনের সেবা করা। এখান থেকে ব্যবসার কোনো নিয়ত নেই। আধুনিক চিকিৎসা যন্ত্রপাতী সম্বলীত এই ক্লিনিকটি দুঃস্থ ও গরিবদের জন্য অগ্রধীকার দেয়া হবে।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক লাইচ খান, ম্যানেজার তহিদুর রহমান, মর্কেটিং অফিসার সমির কুমার সরকার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here