পার্থ মন্ডল:- তালা-সাতক্ষীরা : তালার ইসলামকাটি অর্ধশত বছরের সৃষ্টি বিজড়িত বদর মোড় নামকরণ পরিবর্তন করেছেন সড়ক বিভাগ এই মর্মে অভিযোগ উঠেছে।
প্রায় ৫০ বছর পূর্বে সাতক্ষীরা তালার ইসলাম কাটি চৌরাস্তা মোড় এলাকায় মুদি দোকান স্থাপন করে ব্যাবসা শুরু করেন ইসলাম কাটি গ্রামের মৃত সোনা সরদারের ছেলে মৃত্যু মোঃ বদর উদ্দিন। সেই থেকে এই জনপদের ধীরে ধীরে গড়ে উঠে একাধিক ব্যাবসা প্রতিষ্ঠান। আর তখন থেকেই এই বাজারের নামকরণ করা হয় ইসলাম কাটি বদর মোড় , চৌরাস্তা বাজার। এখন সড়ক বিভাগের এই নামের পরিবর্তনে, মিশ্র প্রতিক্রিয়া সহ চাপা খুব প্রকাশ করছেন সকলে বাজারে সকল ব্যাবসায়ীরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে তালা উপশহর থেকে পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এই বদর মোড় বাজার। প্রতিষ্ঠান লগ্ন থেকে শুরু করে এই বাজারের নামকরণ হয় বদর মোড় বাজার । বাজারের প্রতিটা ব্যাবসায়ী তার ব্যাবসা প্রতিষ্ঠান বিলবোর্ড,সাইনবোর্ড,ক্রয় বিক্রয়ের মেমো রশিদ এ, উল্লেখ করেন বদর মোড় বাজার। এদিকে ব্যাবসা করার জন্য স্থানীয় সরকারের নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে ব্যাবহার করা হয় বদর মোড় বাজার। তাহলে কি ভাবে রাতের আঁধারে এই বাজারের নাম পরিবর্তন করে ইসলাম কাটি বাজার লিখে সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন সড়ক বিভাগ। অনেকেই বলছে এটি ইচ্ছা কৃত ভাবে করা হয়েছে। আবার অনেকেই ধারনা করছেন কতৃপক্ষের কর্তব্যরত কাজে অবহেলা করার কারনেই এই ভুলটা হয়েছে। এই বাজারে প্রতি দুই তিন বছর পর পর ইসলাম কাটি বদর মোড় বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে পোষ্টার ,ভোট ব্যালট এ সমস্ত প্রমাণ পত্রে লেখা থাকে ইসলাম কাটি চৌরাস্তা বদর মোড় বাজার। তাহলে এত প্রমাণ পত্র সহ প্রাচীন এই নামকরণ কি ভাবে হারিয়ে যাচ্ছে তার সকলের অজানা। এখনি সড়ক বিভাগের এই সাইনবোর্ড পরিবর্তন করে সঠিক নামের ব্যাবহার নিশ্চিত করাটা জরুরি বলে ধারনা করা যাচ্ছে।
এবিষয়ে ইসলাম কাটি বদর মোড় বাজারের সকল ব্যাবসায়ী রা তাদের বাজারের নাম পরিবর্তন করায় তারা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি পূর্বক ক্ষোভ প্রকাশ করে অনুতিবিলম্বে সড়ক বিভাগের এই সাইনবোর্ড পরিবর্তন করে ইসলাম কাটি বদর মোড় বাজার নামে সাইনবোর্ড দেওয়ার জোর দাবী জানিয়েছেন।
ইসলামকাটি চৌরাস্তা বদর মোড় বাজার সমিতির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোঃ খায়রুল জানান তার বাজারের প্রকৃতি নাম ইসলামকাটি বদর মোড় বাজার, কিন্তু এর স্থলে ইসলামকাটি বাজার নাম ব্যাবহার করে সাইনবোর্ড দেওয়া ঠিক হয়নি, বিধান সড়ক বিভাগ কে তাদের দেওয়া নাম পরিবর্তন পূর্বক বদর মোড় বাজার নামেই সাইনবোর্ড দেওয়ার জন্য অনুরোধ করেন। ইসলামকাটি ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক জানান এই বাজারের প্রকৃতি নাম বদর মোড় বাজার হিসাবেই তিনি জানেন। সড়ক বিভাগের সাইনবোর্ড দেওয়ার বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে সড়ক বিভাগ এর সাতক্ষীরা অঞ্চলের কর্মকর্তা দেওয়া ওয়েবসাইটে মোবাইল ফোন নাম্বারে বার বার কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।















