বারীনগর বাজারে ভবনসহ জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

0
157

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি॥ যশোর সদর উপজেলার হৈবতপুর বাজারে হাইস্কুল রোডে স্কুলের পাশে ১৫ শতক জমি চতুর্থ তলাসহ নির্মানধীন একটি গোডাউনের অবৈধভাবে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল।এ ঘটনায় আদালতে মামলা চললেও কর্নপাত না করে জোরপূর্বক দখলে যেতে মরিয়া চক্রের সদস্যরা।
অভিযোগ মতে,হৈবতপুর ইউনিয়নের ১০২ নং মানিকদিহি মৌজায় ১৩৯২ দাগের ভিতর ১৯৮ শতক জমির ক্রয়সূত্রে মালিক উত্তর ললিতাদাহ গ্রামের কেয়ায়েত মিয়া।উক্ত জমির পশ্চিম পাশে তার ছেলেরা চারতলা বিশিষ্ট্য একটি গোডাউনসহ মার্কেট নির্মান শুরু করেন ২০১৮ সালে। কেফায়েত মিয়ার ছেলে মিলন জানান,উক্ত জমি তার বাবা ক্রয় করেন ১৯৯৫ সালে একই গ্রামের রজব আলীর নিকট থেকে।জমি ক্রয় করার সময় রজব আলী জমির পশ্চিম পাশ থেকে তাদের পাশ উল্লেখ্য করে দলিল করে দেন।একই সময় উক্ত দাগ থেকে জমি ক্রয় করেন এরশাদ আলী নামের এক ব্যক্তি।এরশাদ আলী ২০১৮ সালে উক্ত জমি আব্দুস শহীদ পান্নুর নিকট বিক্রি করে দেন।এরশাদ আলী কৌশলে বিবাদির ভবনসহ সত্বদখলী জমির নির্মানধীন বিল্ডিংসহ উল্লেখ করে প্রভাবশালী আব্দুস শহীদ পান্নুর নিকট বিক্রয় করে দেন।নিরুপয় হয়ে বাদী পক্ষ উভয়ের বিরুদ্ধে মামলা করেন।কিন্তু মামলা চলমান থাকলেও আসামী পক্ষের লোকজন উক্ত গোডাউনসহ জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here