কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

0
170

এম, এ সাজরদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(৩০ মার্চ) বেলা ১২ টায় পৌর সদরের বাজারে আকষ্মিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। পবিত্র মাহে রমজানে পৌর সদরের বাজার মনিটরিংকালে ভাগ্যকুল মিস্টান্ন ভান্ডারে অপরিস্কার-অপরিচ্ছন্ন সহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী শিব প্রসাদ ঘোষকে ৫ হাজার টাকা ও কলা ব্যবসায়ী মাজেদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতকে সহায়তা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আ’লীগ নেতা আলিমুর রহমান, পুলিশ কর্মকর্তা এসআই সেলিম, বেঞ্চ সহকারী বেনজির হোসেন সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস পৌর সদরের ফল, শাক সবজি, মাছ, মাংস, মুদি দোকান সহ বিভিন্ন দোকান মনিটরিং করে বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে, ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়, মানসম্মত পণ্য যাতে বিক্রি করে, দ্রব্যে যাতে কোন ভেজাল মিশ্রিত না করে, মূল্য সামগ্রীর দাম দোকানে টাঙ্গিয়ে রাখা,ভেজাল কোন জিনিসের দাম ও ওজনে যাতে ক্রেতারা প্রতারিত না হয় সেজন্য নিয়মিতভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, রমজান মাসের পরও বাজার মনিটরিং এ ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here