কলারোয়ায় সিংগা হাইস্কুলে বাংলা নববর্ষ ১৪৩০’ উৎযাপন

0
155

এম, এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে শুভ বাংলা নববর্ষ-১৪৩০’ উৎযাপিত হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করা নেয়া হয়। বর্নাঢ্য শোভাযাত্রাটি সিংগা বাজার সংলগ্ন বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ফজলুর রহমান, মাস্টার আজিজুর রহমান, মাস্টার আব্দুস সবুর, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, বদরুজ্জামান, মেহেদি হাসান, শুভংকর মজুমদার, শিক্ষার্থী তন্ময় সরকার, আব্দুল্যা, আফরোজা খাতুন, আব্দুর রহমান তাজিম, নাজিয়া ফারহিন, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল ইসলাম, মাসুম হোসেন, নাজমুল হোসন, লিমা খাতুন সহ অসংখ্য অভিভাবক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ। পরে দেশাত্মক বোধক গান, কবিতা আবৃত্তি ও শিশু নৃত্যের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি হয়। উল্লেখ্য, বাংলা সনের প্রথম মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনকে উৎসবে আনন্দে বরণ করে বাঙ্গালিরা অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ দিকে, অনুরুপ ভাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ ১৪০৩ উৎযাপন করা হয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here