শ্যামনগরে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নি সংযোগকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

0
166

শ্যামনগর ব্যুরো ঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কৈখালী ইউনিয়ন শাখা, বাংলাদেশ হিন্দু মহাজোট কৈখালী ইউনিয়ন শাখা, যুব মহাজোট, হিন্দু পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও এলাকাবাসীর যৌথ আয়োজনে শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোনা গ্রামের সংখ্যালঘু সম্প্রদায় যুধিষ্টির বাড়িতে হামলা করে মারপিঠ করে জখম ও বাড়িতে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বিকাল ৫ টায় গোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পিচের রাস্তায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কৈখালী ইউনিয়ন সভাপতি পবিত্র কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড. কৃষ্ণপদ মন্ডল। বিশেষ অতিতির বক্তব্য রাখেন সহ-সভাপতি শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, অর্থ সম্পাদক কার্তিক চন্দ্র দত্ত, সদর ইউনিয়নের সাধারন সম্পাদক দেবাশিষ মুখার্জি, নির্যাতিত পরিবারের পক্ষে ভুক্তভোগী স্মৃতি রানী মন্ডল, বাংলাদেশ হিন্দু মহাজোটের কৈখালী ইউনিয়ন সভাপতি বিষ্ণুপদ মন্ডল, নিতাই পদ মন্ডল, ছাত্রলীগের শ্যামনগর উপজেলার সাধারন সম্পাদক মোঃ মাহবুব আলম প্রমুখ। বক্তাগণ বলেন, খৈ গাছ থেকে খৈ পাড়া নিয়ে ছোট বাচ্চারা গোলযোগ করে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের অভিভাবকদের মারপিঠ সৃষ্টি হয়। এতে মহিলা সহ ৪/৫ জন গুরুতর আহত হয়। আহতদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি স্থানীয় মেম্বরকে জানালে তিনি কোন ব্যবস্থা না নেওয়ায় থানায় অভিযোগ হয়। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে বাড়িতে অগ্নি সংযোগ ঘটায়। এ অগ্নিকান্ডে গোয়াল ঘর সহ ২ টি ঘর পুড়ে ৩০-৪০ হাজার টাকার ক্ষতি হয়। এ মারপিঠকারী ও অগ্নি সংযোগকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here