ডুমুরিয়ায় ভদ্রা নদীর মাটি বিক্রির মহা উৎসব চলছে। 

0
162
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রাম এলাকা হতে সদ্য খননকৃত ভদ্রা নদীর মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে দুই সহোদরের বিরুদ্ধে। এঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি এলাকাবাসী একাধিকবার উদ্ধোর্তন কর্তৃপক্ষকে জানালেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেনি। এ যেন মাটি বিক্রির মহা উৎসব চলছে। সরজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্ষার মৌসুমে এলাকার জলাবদ্ধতা নিরসনের কথা বিবেচনা করে খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদী খনন করা হয়। খননকৃত মাটি দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেয়া হয়েছে। কিন্তু বর্তমান সময়ে সেই মাটি বিক্রির মহা উৎসব চলছে। নরনিয়া গ্রামের মাস্টার সোহরাব হোসেন ও তার ভাই সাজ্জাত হোসেন নরনিয়া চৌরাস্তা মোড় এলাকা হতে মাটি বিক্রি করে দিয়েছে। যে মাটি প্রতিদিন সকাল হতে ভ্যান যোগে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করা হচ্ছে। এব্যাপারে মাষ্টার সোহরাব হোসেন মাটি বিক্রির কথা স্বীকার করেছেন। নরনিয়া উত্তরপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল মান্নান বলেন , মাটি বিক্রির সকল টাকা মসজিদে জমা দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি কোন টাকা কমিটির কাছে জমা দেওয়া হয়নি। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন , বিষয়টি আমি দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here