শালিখায় পথের দাবিতে সংবাদ সম্মেলন এলাকাবাসীর 

0
202
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি:  মাগুরার শালিখায় পথের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গ্রামবাসী। উপজলার শতখালী ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করার অভিযাগে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বিরদ্ধে বিচারের দাবীত সোমবার বিকাল ৪ টার সময় কাদিরপাড়া বাজারের পাসে এ সংবাদ সম্মেলন করেন। গ্রাম বাসীকে নানাভাবে হুমকি ধামকি দিয়েছে বলে সংবাদ সম্মলনে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাদিরপাড়া গ্রামের নিকাইল বিশ্বাসের কন্যা নিলুফা বেগম। এ সময় উপস্থিত ছিলেন কৃষক হারুন বিশ্বাস ও জসীম বিশ্বাসসহ গ্রামের শতাধিক পুরুষ মহিলা। তারা বলেন,একশ বছর পূর্ব থেকে চিত্রানদীর পাশ দিয় রাস্তাটিত চলাচল করে আসছি। কিন্তু হাবিব নামের এক ব্যক্তি সরকারী জায়গা হওয়া স্বত্বও অবৈধভাবে জোরপূর্বক পথের মাঝখানে প্রাচীর করে রেখেছে এতে কাদিরপাড়া গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবারের লোকজন জিম্মি হয়ে আছে বলে তারা জানান। যার ফলে গ্রামবাসীর চলাচলর আর কোন রাস্তা না থাকায় গৃহবন্ধী হয়ে পড়েছে। এমনকি কোমলমতি শিশুরাও স্কুলে যেতে পারছে না। ফলে শিশুরা লেখা পড়া থেকে বঞ্চিত হচ্ছে শুধু তাই নয় গ্রামের অনেকেই ভ্যান চালক। তারা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হতে পারছেনা।এ ঘটনায় সুষ্ট তদন্ত ও উপযুক্ত বিচারের দাবি জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here