শ্যামনগরে পিকেএসএফ এর শিক্ষাবৃত্তির চেক বিতরণ

0
228
শ্যামনগর ব্যুরেঃ  সাতক্ষীরার শ্যামনগরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। ৫ জুলাই(বুধবার) নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের প্রধান কার্যালয় মিলনায়তনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং  নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর আয়োজনে শ্যামনগর উপজেলার ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে সর্বমোট ৪ লক্ষ ২০ হাজার টাকা  শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের (এনজিএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে  শিক্ষাবৃত্তির চেক প্রধান করেন – শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি  এনজিএফ এর পরিচালক মোঃ আলমগীর কবির,বিশিষ্ঠ সমাজসেবক সালাহ উদ্দীন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময়
আরোও উপস্থিত ছিলেন এনজিএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুশীলসমাজ, অভিভাবকবৃন্দ ও
শিক্ষার্থীবৃন্দ। গরীব, অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের এ ধরনের সাহায্য তাদের শিক্ষা উপকরণ ক্রয়ে বিশেষ উপকার আসায় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান সংশ্লিষ্ঠ সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here