বারোবাজারে হঠাৎ ঝড়ে ভেঙে গেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর সহ আর কিছু ঘর

0
324

বারবাজার কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা দিয়ে হঠাৎ করে বয়ে যাওয়া ঝড়ে
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুজিববর্ষে উপহার পাওয়া আধাপাকা ঘরসহ আর কিছু
ঘরবাাড়ি ভেঙ্গে পড়েছে। গাছপালা ও উপড়ে গেছে বিদ্যুতের খুটি এবং ছিড়ে গেছে
বৈদ্যুতিক তার। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ঝড়ের সাথে হয়েছে বৃষ্টি।
উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামে শুক্রবার (৭ জুলাই) ভোররাত ৪
টার সময় ৫ টি ঘরের মানুষ ক্ষতির শিকার হয়েছে। উড়ে গেছে বারান্দাসহ ঘরের
ছাউনির টিন। এছাড়াও একই
উপজেলার রঘুনাথপুর গ্রামের আবু তালেবের বাড়িঘর ঝড়ের কারনে ক্ষতিগ্রস্ত
হয়েছে। অন্যদিকে গাছ ও ডালপালা ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় সীমাহীন
দুর্ভোগের মধ্যে পড়েছেন লোকজন।
মুজিববর্ষে উপহার পাওয়া ঘরের মালিক জুলফিক্কার জানান, হঠাৎ করে শুক্রবার
ভোররাত ৪ টার দিকে ঝড় ওঠে। মুহুর্তের মধ্যে আমার বাড়ির আশ পাশের গাছপালা
ও বাড়িঘর লন্ডভন্ড হয়ে পড়ে। মুজিববর্ষে উপহার পাওয়া ঘর ঝড়ে ভেঙে যায়।
ক্ষতিগ্রস্ত মর্জিনা বেগম জানায়, মুহুর্তের মধ্যে বাড়িঘর লন্ডভন্ড হয়ে
পড়ে। ঝড়ে গাছপালা ভেঙ্গে বিদ্যুতের তারের উপর পড়ে আছে। বিদ্যুৎ নেই। কবে
নাগাদ বিদ্যুৎ পাওয়া যাবে তা বলা যাচ্ছেনা। এই কথা বলে সে কাঁন্নায় ভেঙে
পড়ে। এদিকে ক্ষতিগ্রস্ত ইসাহাক বলেন হটাৎ  মুহূর্তেই মধ্যে ঝড়ে গাছ পড়েতাদের  টিনের চালা ঘরসহ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোররাতে পিরোজপুর গ্রামের উত্তর পাড়ায় আশ্রয়ন
প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত আধাপাকা ঘরসহ আর ও
চারটি ঘর ভেঙে পড়েছে এবং টিনের চালা উড়ে গেছে। বিদ্যুতের খুটি উপড়ে  তার
ছিড়ে গেছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ক্ষতিগ্রস্ত তুহিন মন্ডল, বুধো,আনিচুর, হামিদুর রহমার।
বারোবাজার পল্লী বিদ্যুৎ অফিস সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে হঠাৎ
করে বয়ে যাওয়া ঝড়ে কয়েকটি বিদ্যুতের খুটি ভেঙে গেছে। এছাড়া কিছু কিছু
স্থানে তার ছিড়ে গেছে। লাইনম্যানেরা কাজ করছে। তবে বিদ্যুৎ সরবরাহ করতে
অনেকটাই সময় লাগবে।
ক্ষতিগ্রস্ত গ্রামের ইউপি সদস্য কলিম হোসেন বলেন, ভোর রাতের ঝড়ে কয়েকটি
ঘর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সবার খোঁজখবর নেওয়া
হচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শুক্রবার ভোরে
হঠাৎ ঝড় হওয়ায কয়েকটি ঘর ভাঙার সংবাদ শুনেছি কিন্ত মুজিববর্ষের উপহার
পাওয়া ঘরের সংবাদ শুনিনি। ব্যস্ততার কারনে যেতে পারিনি।  ঘটনা স্থানে
যেয়ে এর ব্যবস্থা নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here