কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0
150
এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি:কলারোয়ায় বঙ্গবন্ধু  ও বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৩’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় সরকারি পাইল হাইস্কুল ফুটবল মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান। অনুষ্ঠান শেষে উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকাদের ফুটবল খেলায় কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহন করে।  বালকদের খেলায় খোরদো ২-১ গোলে ঝাপাঘাট সঃ প্রাবি: কে পরাজিত, ধানঘরা ৩-১ গোলে সোনাবাড়িয়া কে পরাজিত ও ১ নং রামকৃষ্ণপুর ৩-২ গোলে পশ্চিম বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে। এ দিকে বালিকাদের খেলায় দক্ষিণ ধানদিয়া ২-১ গোলে খোরদো সপ্রবি কে পরাজিত, তুলসীডাঙ্গা  প্রাথ:: বিদ্যা: ২-১ গোলে সোনাবাড়িয়া কে, কাশিয়াডাঙ্গা  ৩-২ গোলে মেহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। একই ভ্যেনুতে বুধবার সকাল ৯ টায় বালক ও বালিকাদের ২য় রাউন্ডের খেলা গুলি অনুষ্ঠিত হবে। খেলা গুলি উপভোগ করেন  ইউ,আর,সি ইনস্ট্রাটকর নুর ইসলাম মৃধা, সহকারী শিক্ষা অফিসার যথাক্রমে  মাসুদুর রহমান, হারুন অর রশিদ, রবি শঙ্কর দেওয়ান, মন্ডল মূধুসুদন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর  খান চৌধুরী,পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, সহকারী শিক্ষকগন,সাংবাদিক ও ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দ। খেলা গুলি পরিচালনা করেন সাজেদুল করিম তপু, কামরুজ্জামান বাবু, রুহুল আমিন,  সাইফুল ইসলাম, আসাদুল ইসলাম,মোমিনুর রহমান। রেফারীদের সম্বনয়কারী ছিলেন শিক্ষক মাসউদ পারভেজ মিলন। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শিক্ষক আঃ ওহাব মামুন। একই মাঠে  বুধবার বালক ও বালিকাদের সেমিফাইনাল খেলা গুলি অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here