প্রেমবাগে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত দুই আহত চার

0
154

এম. মিজান রহমান লিটন: সড়ক দুর্ঘনা, নিহত, আহত এ যেনো যশোর-খুলনা মহাসড়কের নিত্য দিনের ঘটনা, মহাসড়কে অভয়নগরের প্রেমবাগে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরলো দু’টি প্রাণ গুরুতর আহত চারজন। গতকাল ১৩-০৮-২০২৩ রবিবার নিতা কোম্পানি লি. প্রমবাগ, অভয়নগর এর দুইশ গজ পূর্বে শাহিদা ফিলিং স্টেশনের সামনে বেলা আনুমানিক ৩.১০ মিনিটের সময় ফুলতলা থেকে ঢাকা-চট্্রগ্রাম মুখী ডাউল বোঝাইকারী ট্রাক (নম্বর-ঢাকা মেট্রো- ট ২২-৫৮১৯) বসুন্দিয়া থেকে নওয়াপাড়া অভিমূখী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জায়গায়ই মারা যায় দুই জন, মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন চার জন।নিহতরা হলেন (১) সৈয়দ মোল্যা (৬০), পিং-মৃত সবেদ আলী, গ্রাম+ডাক-ঘুনি, সদর, যশোর (২) নাম পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। আহতদের মধে ইজিবাইক ড্রাইভার আলা-আমিন,পিং-আনোয়ার খান, জগন্নাথপুর, সদর, যশোর ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত অন্য তিন জনের পরিচয় পাওয়া যায় নি। ঘাতক ট্রাক ডাইভার মনিরুল, তালাইমারী রাজশাহী দুর্ঘটনার পরপরই পলাতক, হেলপার নয়ন আলী (২১), পিং- সাইফুল, নেয়ামতপুর, নওগা-কে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ট্রাকসহ আটক করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here