উইনি-সানাবিল স্টুডেন্ট স্কলারশিপ প্রোগাম এর আওতায়, উদ্যোক্তা তৈরী ও শিক্ষার্থীদের সাহায্যের
অনলাইন প্লাটফর্ম “বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ (Wini)”- এর মাধ্যমে এবং সানাবিল
ফাউন্ডেশনের অর্থায়নে একশ মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীর হাতে পৌঁছে গেলো একাডেমিক বই।১৮ আগস্ট, যশোরের ধর্মতলায় অবস্থিত আর আর এফ ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে
সম্মানিত অতিথির পদ অলঙ্কৃত করেছিলেন যশোর সরকারি মহিলা কলেজ, যশোর এর অধ্যক্ষ প্রফেসর অমলকুমার বিশ্বাস এবং জনাব রফিকুল হাসান (ডিডিএলজি, যশোর)। অনুষ্ঠান টির সভাপতিত্ব করেন- উইনি ও
আইডিয়ার স্বপ্নদ্রষ্টা ও প্রধান উপদেষ্টা জনাব মো. হামিদুল হক (সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান
বিভাগ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর)।অনুষ্ঠানের সম্মানিত অতিথি সরকারি মহিলা কলেজ, যশোর এর অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস
বলেন- “একটি অনলাইন প্লাটফর্ম এভাবে এতোজন শিক্ষার্থীর উপকার করতে পারছে এটা অবিশ্বাস্য হলেও
আশীর্বাদ! “বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ (উইনি)” তে আমিও একজন সদস্য, ওরা অনলাইন
উদ্যোক্তা তৈরীর মাধ্যমে হাজারো শিক্ষার্থী কে স্বাবলম্বী করে তুলছে; পাশাপাশি অস্বচ্ছল মেধাবী
শিক্ষার্থীদের পাশেও দাঁড়াচ্ছে। এমন আয়োজনের একজন হতে পেরে আমি বিমুগ্ধ। সাথেই আমি উত্তরোত্তর
সফলতা কামনা করছি এই গ্রুপের; যাতে শিক্ষার্থী রা এখান থেকে আরো সমৃদ্ধ হতে পারে।“সম্মানিত অতিথি জনাব মো রফিকুল হাসান (ডিডিএলজি, যশোর) বলেন- “আমি আবেগাপ্লুত হয়েছি বারবার৷ এই
ফেইসবুক প্লাটফর্ম এর উদ্যোগে যেভাবে প্রত্যন্ত অঞ্চলে শতাধিক বই পৌঁছে যাচ্ছে তা অভাবনীয়। এর
আগেও উইনির নানান আয়োজনে আমি উপস্থিত হয়েছি, ভার্চুয়াল পৃথিবীর এই যুগে সারাদেশের প্রায় ৩০ হাজারশিক্ষার্থী কে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করছে এই গ্রুপ। ভার্চুয়াল একটি প্লাটফর্ম এতো
নিদারুণ কাজ করছে- অবশ্যই আমি সর্বাত্মক ভাবে এই গ্রুপ এর সাথে আছি, শুভকামনা রইলো এর সাথে
জড়িত প্রত্যেকের প্রতি।“অনুষ্ঠানের সভাপতি ও উইনি-র স্বপ্নদ্রষ্টা হামিদুল হক বলেন- “উইনি একটি ভার্চুয়াল প্লাটফর্ম, কিন্তু
প্রতিনিয়ত বাস্তবিক অর্থেই গ্রুপ টি শিক্ষার্থীদের সহায়তা করছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অন্যতম
এক সূচনা আমি মনে করি এটি। এই প্রজেক্ট এর আওতায় প্রত্যন্ত অঞ্চলেও কোনো কুরিয়ার চার্জ ছাড়াই
অস্বচ্ছল শিক্ষার্থীরা পেয়ে যাবে বই। সানাবিল এর পাশে থাকা আমাদের এই সুযোগ দিয়েছে আর উইনি তা
ফলপ্রসূ করেছে। একটি ভার্চুয়াল গ্রুপ এর শক্তিও কতো হয়! আজ এর সমাপ্তি পর্বের মাধ্যমে যশোর সহ
খুলনা বিভাগের নানান জেলায় পৌঁছে গেলো বই।“বাংলাদেশ শিক্ষার্থী ও উদ্যোক্তা গ্রুপ (উইনি)-র নির্বাহী প্রধাণ মল্লিকা আফরোজ জানা, “এর শুরুটা
কঠিন ছিলো। শিক্ষার্থীবান্ধব অনলাইন প্লাটফর্ম গুলো এই বৃত্তির কথা বিশ্বাস না করায় গতবছর বাঁধা
এসছিলো বহুবার। এবার ২য় বছরে যখন বই এর জন্য আবেদন ভার্চুয়ালি নেওয়া শুরু করেছিলাম, অভূতপূর্ব
সাড়া পেয়েছি। সবচেয়ে বড় কথা সারাদেশের নানান অঞ্চলের শিক্ষার্থীরা এখন বিশ্বাস রাখতে পারছে ভার্চুয়াল
এই প্লাটফর্ম এর প্রতি। সবাই কে বই দেওয়ার সাধ্য এখনো হয়নি, তবে প্রাথমিক বাছাই এর পর দিনশেষে
যেসকল শিক্ষার্থীর কাছে এই স্কলারশিপ পৌঁছাতে পেরেছে- তারা অনেক খুশি। অশেষ ধন্যবাদ এর সাথে জড়িত
প্রত্যেকের প্রতি।“উল্লেখ্য এই আয়োজনের শুভ সূচনা হয়েছিলো ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীকে বই
প্রদান করে টিএসসি অডিটোরিয়ামে। গতবছর-ও এই প্লাটফর্ম থেকে সারাদেশের শতাধিক শিক্ষার্থী বই
পেয়েছিলো।
Home
যশোর স্পেশাল বৃত্তিসরূপ একাডেমিক বই উপহার হিসেবে পেলো সারাদেশের একশ' শিক্ষার্থী অনলাইন প্লাটফর্ম “উইনি”-র...















