কেশবপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

0
164

আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার: কেশবপুরে সোমবার সকালে সাপের কামড়ে দিপু মল্লিক (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত দিপু মল্লিক উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরাপপুর গ্রামের রামপ্রসাদ মল্লিকের একমাত্র ছেলে। সে উপজেলার ভালুকঘর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী জানায়, দিপু মল্লিক রবিবার রাতে তাদের নিজ ঘরে মশারি টাঙিয়ে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে মশারির ভেতর বিষধর সাপ ঢুকে তার ডান হাতে কামড় দেয়। শরীরে বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যদের জানালে বাড়ির পাশের ওঝা কাছে নেওয়া হয়। তিনি রাতে ঝাড়ফুঁক করেও বিষ নামাতে ব্যর্থ হন। অবস্থার অবনতি হলে ভোরে দিপুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। দিপুর মৃত্যুর খবর পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here