পাইকগাছায় “নাট মন্দির” এর দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন

0
164
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ি)’র নির্মাণাধীন “নাট মন্দির” এর দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের  উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নাট মন্দিরের সিঁড়ি সহ প্রায় ৪ হাজার স্কয়ার ফুট ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি ও উন্নয়ন কমিটির আহ্বায়ক সমিরণ কুমার সাধু।  উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি দেবব্রত কুমার রায়, সাধারণ সম্পাদক অখিল মন্ডল, নির্মাণ কমিটির সদস্য সচিব সুরঞ্জন চক্রবর্তী, পূজা পরিষদের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, সাবেক সভাপতি মুকুন্দ বিহারী মন্ডল ও সেক্রেটারী সুভাষ মন্ডল, রাস কমিটির সভাপতি সন্তোষ সরদার, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, পৌর পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল,  অরুন মন্ডল, শ্যামপদ মন্ডল, নিহার গাইন, অনুকূল ব্যানার্জী, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, পবিত্র বাছাড়, জয়দ্রত মন্ডল, জগদীশ রায়, তুষার মন্ডল, দিপংকর মন্ডল, রামপ্রসাদ সানা, আমিও শীল সহ গ্রামবাসী। উদ্বোধনী পূর্বে পুরোহিত্য করেন স্বপন কুমার চক্রবর্তী। দেশ জাতি ও গ্রামবাসীদের কল্যাণার্থে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here