শ্যামনগরে এডুকো বাংলাদেশ’র ইউডিএমসি, সিপিপি ও সিডিজি সদস্যদের সমন্বয়ে সভা

0
159
শ্যামনগর  প্রতিনিধিঃ বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের বাস্তবায়নে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের পৃথক পৃথক স্থানে ইউডিএমসি, সি পি পি ও সিডিজি সদস্যদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্ব স্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের ”দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী মথি মন্ডলের সঞ্চালনায় দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, ইউডিএমসি সদস্য, সিপিপি ও সিডিজি  সদস্যরা অংশগ্রহণ করেন।  মিটিং এ সকল সদস্যরা সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here