চুকনগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশ্বকর্মা পূজা উদযাপিত

0
258
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ২৪৬৪) উদ্যোগে বিশ্বকর্মা পূজা উদযাপিত হয়েছে। সোমবার দুপুর ১টায় দিকে চুকনগর বাজার যতিন কাশেম রোডের পাল মার্কেটে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন ব্রহ্ম। আলোচনা করেন সাধারণ সম্পাদক প্রশান্ত দে , সহ সভাপতি অশোক কর্মকার , গৌতম ভদ্র , জয় চৌধুরী , সুমন আহম্মেদ , বাসুদেব দত্ত , বিলাশ মিত্র , পঙ্কজ দত্ত , কোষাধ্যক্ষ দেবাশীষ রায় , সাংগঠনিক সম্পাদক জীবন দে , সহ সাংগঠনিক সম্পাদক তন্ময় রায় , প্রচার সম্পাদক জাকির হোসেন , দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস , সদস্য বাদল দে , অরবিন্দ রায় , গোবিন্দ ভদ্র , মদন সিংহ , অর্নিবান বিশ্বাস , রামপ্রসাদ রায় , বসুদাম দত্ত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here