স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়ার আলাদীপুর গ্রামে ডিবি পুলিশ দল অভিযান চালিয়ে কথিত ম্যাগনেট পিলার সহ দুইজনকে আটক করেছে।
শনিবার রাতে ডিবির এসআই কাজী আব্দুল মান্নান ও এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডনের সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়ার আলাদীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, বাঘারপাড়ার বাউলিয়া গ্রামের বদর উদ্দিন বিশ্বাসের ছেলে তোজাফফার বিশ্বাস মিনটু (৫২), ও দাউদ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, বাঘারপাড়ায় কথিত একটি ম্যাগনেট পিলার রয়েছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে অভিযান চালিয়ে আলাদীপুর গ্রামের মিজানুরের বাড়ি থেকে এ ম্যাগনেট পিলারসহ ওই দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় এসআই কাজী আব্দুল মান্নান বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেছেন।















