যশোরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ” আলোর দিশারী পাঠশালা “

0
152
যশোর প্রতিনিধি : জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এবং জাগ্রত যশোর সমাজ কল্যাণ সংস্থার যৌথ পরিচালনায় শুরু হতে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান”আলোর দিশারী পাঠশালা ” জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এবং জাগ্রত যশোর সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা ইয়াসমিন বলেন সমাজের পিছিয়ে পড়া, হতদরিদ্র, অসহায়,
যাদের অনেকেরই মা-বাবা ফেলে রেখে অন্যত্র চলে গেছে।
কারোর মা নেই, কারোর বাবা নেই।অভিভাবকদের মধ্যে অনেকেই অন্যের বাড়িতে ঝি এর কাজ করে। কেউ কেউ ভ্যান চালক, বাস-ট্রাকের হেলপার, মিস্ত্রী।তাদের ঘরে ঠিকমত খাবার থাকে না, নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র ক্রয় করার জন্য হাতে নগদ অর্থ নেই।তারা একরকম অসহায়ত্বের জীবন-যাপন করে।
এরকম পরিবারের শিশুরা পড়াশুনার স্বপ্ন দেখেনি কখনো। একটু চলার মত বড় হলেই স্বীকার করতে হত শিশুশ্রম। সে সকল শিশুদের মাঝে শিক্ষার আলো পৌছে দেওয়াই আমাদের একান্ত কাম্য।সমাজের বিত্তবান, হৃদয়বান আমাদের মানবিক কাজে এগিয়ে আসলে আমরা জাতি ও সমাজের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াতে সুবিধা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here