ভারতেে ৩ বছর সাজাখেটে বেনাাপোল স্হলপথে দেশে ফিরলো ৭ যুবক

0
169

বেনাপোল থেকে এনামুলহকঃভারতে তিন বছর সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন সাত যুবক।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।ফেরত আসা সাত যুবক হলেন- নরসিংদীর আলকাজ মিয়ার ছেলে রিয়াদ মনি (২৫), একই জেলার গোপাল মিয়ার ছেলে রহিম মিয়া (২৭), গাজীপুরের মফিজ মোল্যার ছেলে রশিদ মোল্যা (২৮), কুমিল্লার সিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন (২৩), সুনামগঞ্জের আবদুস সাত্তারের ছেলে সোহেল মিয়া (২৬), গাজীপুরের চাঁন মিয়ার ছেলে বাছেদ মিয়া (২৮) ও নারায়ণগঞ্জের সাহাজান বেপারীর ছেলে ফরিদ হোসেন (৩০)।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ভালো কাজের আশায় এরা দালালদের খপ্পরে পড়ে অবৈধপথে পাসপোর্ট ভিসা বাদে ভারতে যান। এরপর তারা  ভারতের তামিলনাড়ু প্রদেশে বিভিন্ন কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন। তারা আদালতের মাধ্যমে তামিল নাড়ু জেলখানায় তিন বছর সাজাভোগ করেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার দেশে ফিরে আসেন সাত যুবক। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here