কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : স্বামী ও স্ত্রী একে অপরের অর্ধাঙ্গানি। গানেও আছে “স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রী ” সেই স্ত্রীই যদি স্বামীর মৃত্যুর কারন হয়ে দাঁড়াই তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু থাকে না।
ঝিনাইদহে স্বামীর বিশেষ অঙ্গ কেটে গুরুতর জখম করার দায়ে স্ত্রী শারমিন আক্তার শিলা নামে এক গৃহ বধুর তিন বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন মাতুব্বর বুধবার এ রায় ঘোষনা করেন। দন্ডিত শারমিন আক্তার শিলা ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের জসিম উদ্দিন এর কন্যা।















